ছড়া
15% OFF * FREE SHIPPING
ছড়া
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
সাগরপাড়ে সন্ধেবেলা
ঢেউ ভাঙছে একে একে,
আকাশ থেকে এক ফালি চাঁদ
নিজের ছায়াই অবাক দেখে!
প্রতিদিনই হাজার লোকের
ভিড় জমে যায় স্নানের ঘাটে,
সাগর আবার অন্য রূপে
সুজ্জিমামা বসলে পাটে।
এসব আমি দেখি বলেই
কাজে আমার হয় যে দেরি,
ঝিনুক-গাঁথা ঝুমকো মালা
সাগরতটে করছি ফেরি।
দুইবেলাতেই সাগর দেখি
ফেরি করার ফাঁকে ফাঁকে,
মেমদিদিরা হাওয়া মেখে
হাতছানিতে আমায় ডাকে।
পশরা নিয়ে ঘুরি তবু
মন থাকে না বেচাকেনায়,
মনটা আমার নাচতে থাকে
জোয়ারভাটার ফেনায় ফেনায়।
লেখিকার অন্যান্য লেখা
প্রলয় সেন ▪ বুমা ব্যানার্জী দাস ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ শাশ্বত কর
শিবশঙ্কর ভট্টাচার্য ▪ দেবজ্যোতি ভট্টাচার্য ▪ রাখি পুরকায়স্থ ▪ রম্যাণী গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ তাপস মৌলিক ▪ অভিষেক ঘোষ ▪ প্রদীপ কুমার দাস ▪ সুস্মিতা কুণ্ডু ▪ সবিতা বিশ্বাস ▪ বিশ্বদীপ সেনশর্মা ▪ দীপক দাস ▪ অমিয় আদক ▪ কল্যাণ সেনগুপ্ত
বদ্রীনাথ পাল ▪ দীনেশ সরকার ▪ রূপসা ব্যানার্জী ▪ শঙ্খশুভ্র পাত্র ▪ সৌরভ চাকী ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শিবানী কুণ্ডু খাঁ ▪ সুব্রত দাস ▪ বসন্ত পরামানিক ▪ অর্ণব ভট্টাচার্য ▪ অমিত চট্টোপাধ্যায় ▪ সুজাতা চ্যাটার্জী ▪ তাপস বাগ ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ টুম্পা মিত্র সরকার
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ যূথিকা আচার্য ▪ মৃণাল বন্দ্যোপাধ্যায় ▪ কেয়া চ্যাটার্জী ▪ ইন্দ্রজিৎ ঘোষ ▪ সুদীপ ঘোষাল ▪ অনিন্দ্য পাল ▪ ড. উৎপল অধিকারী
অরিন্দম ঘোষ ▪ সৌম্যপ্রতীক মুখোপাধ্যায় ▪ রাজীবকুমার সাহা
সনৎ কুমার ব্যানার্জ্জী ▪ মলয় সরকার
অলংকরণ
প্রদীপ গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ অঙ্কিতা মণ্ডল ▪ সুজাতা চ্যাটার্জী ▪ রাখি পুরকায়স্থ ▪ সুকান্ত মণ্ডল ▪ পুণ্ডরীক গুপ্ত ▪ প্রবাহনীল দাস ▪ সপ্তর্ষি চ্যাটার্জী ▪ রাজন্যা ব্যানার্জী ▪ সমৃদ্ধি ব্যানার্জী ▪ ঐশিক মণ্ডল ▪ বিজয় বোস ▪ দীপক কুণ্ডু
সদ্য ব্রিটিশ ঔপনিবেশিকতার শিকার হতে শুরু করা বাংলা ও উত্তর-ঔপনিবেশিক বাংলা। একই গ্রামজীবন, দুটি ভিন্ন যাপন। সোয়া শতাব্দীর ব্যবধানে দাঁড়ানো দুই বাঙালি গ্রামের আনন্দ, বেদনা, মৃত্যু ও জীবনের দুটি খণ্ড চিত্র। দেবজ্যোতি ভট্টাচার্যের দুটি মরমী কিশোর উপন্যাস।