শাশ্বত কর
শাশ্বত করের জন্ম ১৯৮১ সালে। প্রাণ রসায়নে স্নাতকোত্তর শাশ্বত পেশায় সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক। ভালোবাসেন ছোটোদের গল্প শোনাতে। নিয়মিত লিখে থাকেন শুকতারা, কিশোর ভারতী, খেয়ালখুশি, জয়ঢাক, ইচ্ছামতী, একপর্ণিকা, ম্যাজিক ল্যাম্প, ছোটোদের কলরব প্রভৃতি পত্রপত্রিকায়। খুদেদের জন্যে প্রকাশিত বই ‘ঝমঝম’ ও ‘দুঁদে গোয়েন্দা দুধে বেড়াল’। কাব্যগ্রন্থ: ‘তোমায় যা বলা আছে’ ও ‘সময়ের পাখিগুলি’। প্রাপ্ত সম্মান: ন্যাশনাল স্কলারশিপ, শিক্ষা জগৎ পত্রিকা ও জ্ঞানপীঠ কর্তৃক সম্মান ও পুরস্কার, বিধান শিশু উদ্যান কর্তৃক শিক্ষা সম্মান ২০১৭, রোটারি ক্লাব কলকাতা মেট্রো সিটি কর্তৃক সম্মান ২০১২, শ্রীময়ী পত্রিকা কর্তৃক সম্মান, রূপকল্প কাব্য-নাট্যোৎসব ২০১৬, দেয়াসিন সর্বেশ্বর সেবা সমিতি শিক্ষা স্মারক সম্মান সহ বিভিন্ন সংগঠন ও সংস্থার তরফে প্রাপ্ত পুরস্কার সম্মান।