দ্য লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চারস অফ সান্টা ক্লস
সান্টা মানেই বড়দিনের সকালে মোজা ভরতি উপহার। নাদুসনুদুস এই দাড়ি বুড়োটিও একদিন তোমাদের মতোই ছোট্টটি ছিলেন। বাল্যাবস্থা কেটেছে বারজির গভীর এক অলৌকিক অরণ্যে, পৌরাণিক সব প্রাণীদের সঙ্গে। কেমন ছিল তাঁর গোটা জীবন? সদা হাস্যময় এই মানুষটিই পৃথিবীতে প্রথম পুতুল বানাতে শুরু করেন। তারপর অনেক ঘাত-প্রতিঘাত, ঝড়ঝাপটা জয় করে তিনি সেই উপহার পৌঁছে দিয়েছিলেন তোমাদেরই একজনের হাতে। সাদামাটা এক মানবসন্তান হয়ে ওঠেন বিশ্ববিখ্যাত কিংবদন্তি। শুধু ছোটোরাই নয়, এল. ফ্রাঙ্ক বাউমের লেখা এই ক্লাসিকটি বড়োদেরও সমান উপভোগ্য।
Paper Back
ISBN: 978-81-957689-9-8