ছড়া
15% OFF * FREE SHIPPING
ছড়া
তাপস বাগ
ঝুমঝুমি ভোর আলোর আকাশ
ফুরফুরানি হিমেল বাতাস
বাজছে মাদল জোরে,
আলপথে ওই কাশের দোলা
শরৎ আসে দোরে।
বন-বাদাড়ে পাখির সুরে
মন ছুটে যায় অচিনপুরে
শিশিরভেজা ঘাসে,
সাতসকালে শিউলি ঝরে
ঝলমলিয়ে হাসে।
ম্যারাপ বাঁধা হচ্ছে মাঠে
হাঁস নেমেছে পুকুরঘাটে
পদ্মকুঁড়ি ফোটে,
আটচালাতে ঢাকির দেখা
শিশুকিশোর ছোটে।
ছবি: চিত্রায়ন আর্ট অ্যাকাডেমি
লেখকের অন্যান্য লেখা
প্রলয় সেন ▪ বুমা ব্যানার্জী দাস ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ শাশ্বত কর
শিবশঙ্কর ভট্টাচার্য ▪ দেবজ্যোতি ভট্টাচার্য ▪ রাখি পুরকায়স্থ ▪ রম্যাণী গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ তাপস মৌলিক ▪ অভিষেক ঘোষ ▪ প্রদীপ কুমার দাস ▪ সুস্মিতা কুণ্ডু ▪ সবিতা বিশ্বাস ▪ বিশ্বদীপ সেনশর্মা ▪ দীপক দাস ▪ অমিয় আদক ▪ কল্যাণ সেনগুপ্ত
বদ্রীনাথ পাল ▪ দীনেশ সরকার ▪ রূপসা ব্যানার্জী ▪ শঙ্খশুভ্র পাত্র ▪ সৌরভ চাকী ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শিবানী কুণ্ডু খাঁ ▪ সুব্রত দাস ▪ বসন্ত পরামানিক ▪ অর্ণব ভট্টাচার্য ▪ অমিত চট্টোপাধ্যায় ▪ সুজাতা চ্যাটার্জী ▪ তাপস বাগ ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ টুম্পা মিত্র সরকার
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ যূথিকা আচার্য ▪ মৃণাল বন্দ্যোপাধ্যায় ▪ কেয়া চ্যাটার্জী ▪ ইন্দ্রজিৎ ঘোষ ▪ সুদীপ ঘোষাল ▪ অনিন্দ্য পাল ▪ ড. উৎপল অধিকারী
অরিন্দম ঘোষ ▪ সৌম্যপ্রতীক মুখোপাধ্যায় ▪ রাজীবকুমার সাহা
সনৎ কুমার ব্যানার্জ্জী ▪ মলয় সরকার
অলংকরণ
প্রদীপ গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ অঙ্কিতা মণ্ডল ▪ সুজাতা চ্যাটার্জী ▪ রাখি পুরকায়স্থ ▪ সুকান্ত মণ্ডল ▪ পুণ্ডরীক গুপ্ত ▪ প্রবাহনীল দাস ▪ সপ্তর্ষি চ্যাটার্জী ▪ রাজন্যা ব্যানার্জী ▪ সমৃদ্ধি ব্যানার্জী ▪ ঐশিক মণ্ডল ▪ বিজয় বোস ▪ দীপক কুণ্ডু
স্যমন্তক, ইতিহাস বিখ্যাত এবং সর্বাপেক্ষা আলোচিত মণি। পুরাণে তার নাড়ির বন্ধন। সুদীর্ঘ যাত্রাপথে সে বন্দি হয়েছে দেশবিদেশের কতশত রাজা-বাদশাহ্, সুলতান আর আমিরের বজ্রমুষ্টিতে। সাক্ষী থেকেছে হাজারো কুটিল ষড়যন্ত্র, নৃশংস হত্যালীলা আর আগ্রাসী কূটনীতির। অখণ্ড ভারতবর্ষের গৌরব, কোহিনূর। ইতিহাসের এক বর্ণময় অভিশপ্ত অধ্যায়।