অদিতি ভট্টাচার্য
লেখক সংখ্যাতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন। কর্মসূত্রে বিদেশেও থেকেছেন। বই পড়া, লেখালিখি, এমব্রয়ডারি, বেড়ানো, ছবি তোলা – পছন্দের তালিকায় রয়েছে এসবই। ছোটো বড়ো সবার জন্যেই লিখে চলেছেন নিয়মিত। লেখা প্রকাশিত হয়েছে দেশ, আনন্দমেলা, উনিশ কুড়ি, সানন্দা, সাপ্তাহিক বর্তমান, কিশোর ভারতী, এই সময়, চির সবুজ লেখা, দেবী প্রণাম, রোজকার অনন্যা, লং জার্নি, মালিনী, ছেলেবেলা, উত্তরের সারাদিন, বন্যপ্রাণ, রঙবেরঙ, টগবগ, মাতৃমন্দির সংবাদ, ট্রৈনিক ইত্যাদি নানান পত্রিকায় এবং জয়ঢাক, ইচ্ছামতী, একপর্ণিকা ইত্যাদি ওয়েবজিনেও। উত্তরবঙ্গ নাট্যজগতের পক্ষ থেকে বিশিষ্ট লেখিকা হিসেবে সম্বর্ধিত। প্রকাশিত গল্পসংকলন ‘গল্পের খোঁজে’, ‘খেলতে খেলতে’, ‘মানুষ না-মানুষ’। উপন্যাসের সংকলন ‘দুরন্ত ঈশান’, ‘অপরাজেয় ঈশান’ এবং অনুবাদ গ্রন্থ ‘সর্দার'।
চাঁদ উঠেছিল আকাশে
ইতিহাস নির্ভর কাল্পনিক উপন্যাস। কলিঙ্গ যুদ্ধ পরবর্তী সময়কাল। তবে সম্রাট অশোককে ঘিরে এ কাহিনি আবর্তিত নয়। বসুদত্ত, বল্লরী, কৃষ্ণা, সুমিত্র, পুণ্ডরীক, পূষণ, দময়ন্তীর জীবনালেখ্য রচিত হয়েছে সে সময়কার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থার সঙ্গে সাযুজ্য রেখে। বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, দ্বেষ, কুটিলতা, বঞ্চনা যেমন এদের জীবনকে ক্ষতবিক্ষত করেছে, তেমনই প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সহমর্মিতা জীবনকে ভরিয়েও তুলেছে। প্রাপ্তি আর অপ্রাপ্তি যেন হাত ধরাধরি করে চলেছে এদের জীবনে। এক কথায় সেকালের জীবনযাত্রার একটুকরো ছবি 'চাঁদ উঠেছিল আকাশে'।
Category : Novel (Adult Fiction)
Paper Back
ISBN: 978-81-940079-6-8