রম্যাণী গোস্বামী

পেশা পদার্থবিজ্ঞানে অধ্যাপনা। মূলত গল্পকার। প্রথম গল্প ‘কুয়াশা’ প্রকাশিত হয় ‘সানন্দা পুজো সংখ্যা’ ২০১৪ সালে ‘দেশ’ পত্রিকায় ২রা নভেম্বর, ২০১৪ সংখ্যায় প্রকাশিত একটি গল্পের মাধ্যমে বৃহত্তর পাঠকের নজরে আসেন। এরপর ‘দেশ’ পত্রিকার পাশাপাশি তাঁর অসংখ্য গল্প প্রকাশিত হয়েছে ‘শারদীয়া আনন্দবাজার পত্রিকা’, ‘আনন্দবাজার রবিবাসরীয়’, ‘সানন্দা পুজো সংখ্যা’, ‘সানন্দা বোধন সংখ্যা’, ‘উনিশ কুড়ি’, ‘কথাসাহিত্য’, ‘গৃহশোভা’, ‘তথ্যকেন্দ্র’, ‘শারদাঞ্জলি’, ‘ফেমিনা বাংলা’, ‘শিলাদিত্য’, ‘আজকাল পত্রিকা’, ‘উত্তরবঙ্গ সংবাদ’, ‘বর্তমান পত্রিকা’, ‘এখন ডুয়ার্স’, ‘দ্য ওয়ালের সুখপাঠ’, ‘উত্তরের সারাদিন’, ‘শুভম সাময়িকী’ এবং বিভিন্ন লিটল ম্যাগাজিনে।

বড়োদের পাশাপাশি কলম ধরেছেন ছোটোদের জন্যও। ‘আনন্দমেলা’, ‘কিশোর ভারতী’, ত্রিপুরা থেকে প্রকাশিত ‘কিশোর বার্তা’ ইত্যাদি ছাড়াও আরও অন্যান্য শিশুকিশোর উপযোগী পত্রপত্রিকায় তিনি লিখে চলেছেন প্রতিনিয়ত। ছোটোদের ওয়েব ম্যাগাজিন ‘ম্যাজিক ল্যাম্প’-এ প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু গল্প। শিলিগুড়ি আকাশবাণীর অনুষ্ঠান ‘প্রান্তিকের গল্পপাঠ’-এ বহুবার সম্প্রচারিত হয়েছে তাঁর স্বরচিত গল্প।

প্রকাশিত গল্প সংকলন : স্বপ্নের পাখিরা (প্রকাশক: সোপান, প্রকাশকাল: ২০১৮), নানা স্বাদের ষোলো (প্রকাশক: মিত্র ও ঘোষ, প্রকাশকাল: ২০১৯),  কোজাগরী - পাঁচটি ডার্ক ফ্যান্টাসি (শপিজেন ই-বুক, প্রকাশকাল: ২০২০)

প্রাপ্ত পুরস্কার : নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে সাহিত্য সম্মান ২০১৭

‘মেঘ রঙের মেয়ে’ লেখকের প্রথম উপন্যাস

MEGH RANGER MEYE

Romyani Goswami

15% OFF

INR 280 238

FREE SHIPPING

In Stock

মেঘ রঙের মেয়ে

তোমরা কি দেখতে পাচ্ছ ওকে? ওই যে শ্যামলা রঙের ছিপছিপে মেয়েটি একা একা হেঁটে যাচ্ছে সরু পাকদণ্ডী বেয়ে? ওই তো মিলিয়ে গেল পাইন বনের কুয়াশার আড়ালে। মেয়েটির নাম আইভি। পাহাড়ের বুকে বোর্ডিং স্কুলে পড়াশোনা করে সে। একদিকে বন্ধুদের ছটফটে সান্নিধ্য তাকে মাতিয়ে রাখে, তাদের আশ্রয়ে সে ভুলতে চায় হৃদয়ের গভীর গোপনতম দুঃখগুলি, আবার অন্যদিকে সব ছেড়েছুড়ে একটি তৃষিত মন সর্বক্ষণ পেতে চায় স্বপ্নের মানুষটির সঙ্গ। শেষপর্যন্ত আইভি কি খুঁজে পায় তার কাঙ্ক্ষিত জীবন? সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখা একটি মেয়ের যাপনের নানা ঘটনাবহুলতা এবং কাছের মানুষের সঙ্গে সম্পর্কের দোলাচল ব্যক্ত হয়েছে উপন্যাসটির পরতে পরতে। একবার শুরু করলে শেষ না করে থামা যায় না।

Category : Adult Fiction (Novel)

Paper Back

ISBN: 978-81-947020-5-4