অরূপ বন্দ্যোপাধ্যায়

জন্ম নৈহাটি। পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, পরে দিল্লী আই.আই.টি-তে। বর্তমানে দিল্লীতে প্রায় তিন দশক ধরে কেন্দ্রীয় সরকারের অধীন একটি গবেষণাগারে বৈজ্ঞানিক পদে কর্মরত। বিভিন্ন পত্র পত্রিকায় গল্প ও প্রবন্ধ লিখে থাকেন। সম্পাদিত বইঃ ‘চিরকালের হকিং’, জয়ঢাক প্রকাশন।