ছড়া
15% OFF * FREE SHIPPING
ছড়া
অমিত চট্টোপাধ্যায়
রাতভর গবেষণা চলছিল নাসাতে,
ভিনগ্রহী যান নাকি নামে চাইবাসাতে!
কারা তাতে আসে যায় এই কথা জানতে,
মার্কিন বিজ্ঞানী ছোটে খোঁজ আনতে।
পৌঁছতে ঝরে ঘাম পথ অতি বন্ধুর,
ঝোপঝাড়ে ভরা জমি চোখ যায় যদ্দূর।
ঘুটঘুটে আঁধারেতে এলিয়েন দেখা দায়,
তবু খুঁজে দেখবার চেষ্টা কি ছাড়া যায়?
আলো জ্বেলে দেখা গেল ঝোপঝাড় পেরিয়ে,
বসে কচি এলিয়েন, সব চোখ এড়িয়ে।
কাঁদো কাঁদো মুখ তার চোখে জল পষ্ট,
দেখে তাকে বোঝা যায় মনে ভারি কষ্ট।
বিজ্ঞানী নাজেহাল কথা বোঝা যায় না,
কত কিছু দেন তাকে কিচ্ছুটি খায় না।
এলিয়েনি ভাষাখানা বোঝবার চেষ্টায়,
লাখ ভাষা বলে হাল ছাড়লেন শেষটায়।
শুনে ইংরেজি গ্রিক ফরাসি ও আনলা,
কেঁদে বলে এলিয়েন, বুঝি শুধু বাংলা!
লেখকের অন্যান্য লেখা
প্রলয় সেন ▪ বুমা ব্যানার্জী দাস ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ শাশ্বত কর
শিবশঙ্কর ভট্টাচার্য ▪ দেবজ্যোতি ভট্টাচার্য ▪ রাখি পুরকায়স্থ ▪ রম্যাণী গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ তাপস মৌলিক ▪ অভিষেক ঘোষ ▪ প্রদীপ কুমার দাস ▪ সুস্মিতা কুণ্ডু ▪ সবিতা বিশ্বাস ▪ বিশ্বদীপ সেনশর্মা ▪ দীপক দাস ▪ অমিয় আদক ▪ কল্যাণ সেনগুপ্ত
বদ্রীনাথ পাল ▪ দীনেশ সরকার ▪ রূপসা ব্যানার্জী ▪ শঙ্খশুভ্র পাত্র ▪ সৌরভ চাকী ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শিবানী কুণ্ডু খাঁ ▪ সুব্রত দাস ▪ বসন্ত পরামানিক ▪ অর্ণব ভট্টাচার্য ▪ অমিত চট্টোপাধ্যায় ▪ সুজাতা চ্যাটার্জী ▪ তাপস বাগ ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ টুম্পা মিত্র সরকার
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ যূথিকা আচার্য ▪ মৃণাল বন্দ্যোপাধ্যায় ▪ কেয়া চ্যাটার্জী ▪ ইন্দ্রজিৎ ঘোষ ▪ সুদীপ ঘোষাল ▪ অনিন্দ্য পাল ▪ ড. উৎপল অধিকারী
অরিন্দম ঘোষ ▪ সৌম্যপ্রতীক মুখোপাধ্যায় ▪ রাজীবকুমার সাহা
সনৎ কুমার ব্যানার্জ্জী ▪ মলয় সরকার
অলংকরণ
প্রদীপ গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ অঙ্কিতা মণ্ডল ▪ সুজাতা চ্যাটার্জী ▪ রাখি পুরকায়স্থ ▪ সুকান্ত মণ্ডল ▪ পুণ্ডরীক গুপ্ত ▪ প্রবাহনীল দাস ▪ সপ্তর্ষি চ্যাটার্জী ▪ রাজন্যা ব্যানার্জী ▪ সমৃদ্ধি ব্যানার্জী ▪ ঐশিক মণ্ডল ▪ বিজয় বোস ▪ দীপক কুণ্ডু
ছোট্ট এক পাহাড়ি কন্যে সুলুংটুং। তাকে ঘিরে থাকে স্বপ্নরাজ্যের তিন পাহাড়। ছড়িয়ে আছে অসংখ্য মিথ। সুলুংটুংয়ের সেই তিন পাহাড়ে দুর্ধর্ষ অভিযানের কাহিনি পরিস্ফুট হয়েছে শাশ্বত করের দক্ষ কলমে।