দেবজ্যোতি ভট্টাচার্য
জন্ম ও বড়ো হয়ে ওঠা উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে। ভারতীয় রেভেন্যু সার্ভিসের প্রাক্তন সদস্য। শিশুদের জন্য প্রথম পূর্ণাঙ্গ ওয়েব ম্যগাজিন ‘জয়ঢাক’ এবং বাংলা সাহিত্যের লাইব্রেরি পোর্টাল ‘পদক্ষেপ’-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক। বাংলাভাষার বিভিন্ন প্রধান পত্রপত্রিকায় ছোটো ও বড়োদের জন্য দীর্ঘকাল নিয়মিত লেখালিখি। ছোটোদের ও বড়োদের জন্য ছাব্বিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে আনন্দ, পত্রভারতী, সৃষ্টিসুখ ও অন্যান্য প্রকাশন থেকে।