অদিতি সরকার
জন্ম কলকাতায়, বেড়ে ওঠা দুর্গাপুর ইস্পাত নগরীতে। লেখাপড়া ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে, পেশা বাণিজ্যিক অনুবাদ। প্রথম ছোটো গল্প প্রকাশ পেয়েছিল সানন্দা পত্রিকায়, ২০০৯ সালে। তারপর থেকে আজ পর্যন্ত সানন্দা, উনিশ কুড়ি, দেশ, ফেমিনা বাংলা ইত্যাদি একাধিক প্রথম সারির পত্রিকায় ও বিভিন্ন ওয়েবজিনে অদিতির গল্প প্রকাশিত হয়ে চলেছে। শুধু বড়োদের জন্যই নয়, ছোটোদের জন্যও অদিতি সরকারের কলম চলে আমপাতা জামপাতা, রংবেরঙ প্রভৃতি মুদ্রিত পত্রিকায় এবং জয়ঢাক, ম্যাজিক ল্যাম্প, একপর্ণিকার মতো জনপ্রিয় ওয়েব ম্যাগাজিনে। প্রথম গল্প সংকলন 'মেঘ বৃষ্টি রোদ্দুর', প্রকাশ ২০১৮, কলকাতা বইমেলা।