ছড়া
15% OFF * FREE SHIPPING
ছড়া
রূপসা ব্যানার্জী
সেই ছড়াটা যেই লিখেছি
অমনি সেটা তড়াক করে,
খাতা থেকে লাফিয়ে নেমে
চলল ছুটে দারুণ জোরে।
সেই ছড়াটা হ্যাঁচকা টানে
পাখির খাঁচার দরজা খুলে
উড়িয়ে দিল সবক’টাকে,
নিয়ম-নিষেধ শিকেয় তুলে।
সেই ছড়াটা সেঁধিয়ে গেল
মনখারাপের আঁধার ঘরে,
সাহস দিয়ে, শক্তি দিয়ে
জ্বালল আলো নতুন করে।
সেই ছড়াটা ছড়িয়ে গেছে
সবুজ গাছে আকাশ-নীলে,
নয় সে তো আর আমার একার
ভাগ করে নাও সবাই মিলে।
ছবি: সমৃদ্ধি ব্যানার্জী
লেখিকার অন্যান্য লেখা
প্রলয় সেন ▪ বুমা ব্যানার্জী দাস ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ শাশ্বত কর
শিবশঙ্কর ভট্টাচার্য ▪ দেবজ্যোতি ভট্টাচার্য ▪ রাখি পুরকায়স্থ ▪ রম্যাণী গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ তাপস মৌলিক ▪ অভিষেক ঘোষ ▪ প্রদীপ কুমার দাস ▪ সুস্মিতা কুণ্ডু ▪ সবিতা বিশ্বাস ▪ বিশ্বদীপ সেনশর্মা ▪ দীপক দাস ▪ অমিয় আদক ▪ কল্যাণ সেনগুপ্ত
বদ্রীনাথ পাল ▪ দীনেশ সরকার ▪ রূপসা ব্যানার্জী ▪ শঙ্খশুভ্র পাত্র ▪ সৌরভ চাকী ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শিবানী কুণ্ডু খাঁ ▪ সুব্রত দাস ▪ বসন্ত পরামানিক ▪ অর্ণব ভট্টাচার্য ▪ অমিত চট্টোপাধ্যায় ▪ সুজাতা চ্যাটার্জী ▪ তাপস বাগ ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ টুম্পা মিত্র সরকার
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ যূথিকা আচার্য ▪ মৃণাল বন্দ্যোপাধ্যায় ▪ কেয়া চ্যাটার্জী ▪ ইন্দ্রজিৎ ঘোষ ▪ সুদীপ ঘোষাল ▪ অনিন্দ্য পাল ▪ ড. উৎপল অধিকারী
অরিন্দম ঘোষ ▪ সৌম্যপ্রতীক মুখোপাধ্যায় ▪ রাজীবকুমার সাহা
সনৎ কুমার ব্যানার্জ্জী ▪ মলয় সরকার
অলংকরণ
প্রদীপ গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ অঙ্কিতা মণ্ডল ▪ সুজাতা চ্যাটার্জী ▪ রাখি পুরকায়স্থ ▪ সুকান্ত মণ্ডল ▪ পুণ্ডরীক গুপ্ত ▪ প্রবাহনীল দাস ▪ সপ্তর্ষি চ্যাটার্জী ▪ রাজন্যা ব্যানার্জী ▪ সমৃদ্ধি ব্যানার্জী ▪ ঐশিক মণ্ডল ▪ বিজয় বোস ▪ দীপক কুণ্ডু
সুভাষচন্দ্রের অন্তর্ধান কোনও রোমহর্ষক অভিযানের চেয়ে কম নয়। প্রাণ বাজি রেখেছিলেন দুই সহযোদ্ধা—শিশিরকুমার বসু ও ভগৎরাম তলওয়ার। তাঁকে ছদ্মবেশ নিতে হয়েছে আফগান পাঠানের, কখনও সাজতে হয়েছে বোবা-কালা, নিতে হয়েছে ইতালিয় জনগোষ্ঠী সিসিলিদের সঙ্গে শারীরিক গঠনের মিলের আড়াল। কলকাতা ছাড়ার প্রস্তুতির দিনগুলো থেকে শুরু করে কাবুলের শেষ দিন পর্যন্ত সুভাষচন্দ্রের এই দুঃসাহসিক যাত্রার পুঙ্খানুপুঙ্খ বিবরণ।