ছড়া
15% OFF * FREE SHIPPING
ছড়া
সুজাতা চ্যাটার্জী
দুপুরবেলা বাঘের মেসো
ঘুমিয়ে ছিল চুপ করে,
বাঘের মাসি লাফিয়ে এসে
পড়ল পাশে ধুপ করে।
বলল রেগে, ঝিমোচ্ছ যে
সকাল থেকে এককোণে!
বাড়ছে বেলা চানটি বাকি
সেই কথাটা নেই মনে?
কানটি নেড়ে ল্যাজটি তুলে
বলল মেসো ভাত বাড়ো,
চানটি সেরেই আসছি আমি
বেকার কেন গাল পাড়ো?
গৃহস্থের ওই রান্নাঘরের
জানালাখানা যেইখানে,
বসেই মেসো গান ধরল
এক্কেবারে সেইখানে।
সুরের বালাই নেই তো মোটে
মেসোর গলায় কান্না হায়,
সেই আওয়াজে বন্ধ যে হয়
গৃহস্থদের রান্না প্রায়।
পরক্ষণেই গান গাইবার
ভালোই মেসো ফল পেল,
মাথার ’পরে জানালা দিয়ে
এক গামলা জল এল।
এবার মেসো গা-টি ঝেড়ে
পড়ল উঠে ঝট করে,
বলল হেঁকে, গিন্নি এসো,
ভাত খেয়ে নিই চট করে।
ছবি: সুজাতা চ্যাটার্জী
লেখিকার অন্যান্য লেখা
প্রলয় সেন ▪ বুমা ব্যানার্জী দাস ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ শাশ্বত কর
শিবশঙ্কর ভট্টাচার্য ▪ দেবজ্যোতি ভট্টাচার্য ▪ রাখি পুরকায়স্থ ▪ রম্যাণী গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ তাপস মৌলিক ▪ অভিষেক ঘোষ ▪ প্রদীপ কুমার দাস ▪ সুস্মিতা কুণ্ডু ▪ সবিতা বিশ্বাস ▪ বিশ্বদীপ সেনশর্মা ▪ দীপক দাস ▪ অমিয় আদক ▪ কল্যাণ সেনগুপ্ত
বদ্রীনাথ পাল ▪ দীনেশ সরকার ▪ রূপসা ব্যানার্জী ▪ শঙ্খশুভ্র পাত্র ▪ সৌরভ চাকী ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শিবানী কুণ্ডু খাঁ ▪ সুব্রত দাস ▪ বসন্ত পরামানিক ▪ অর্ণব ভট্টাচার্য ▪ অমিত চট্টোপাধ্যায় ▪ সুজাতা চ্যাটার্জী ▪ তাপস বাগ ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ টুম্পা মিত্র সরকার
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ যূথিকা আচার্য ▪ মৃণাল বন্দ্যোপাধ্যায় ▪ কেয়া চ্যাটার্জী ▪ ইন্দ্রজিৎ ঘোষ ▪ সুদীপ ঘোষাল ▪ অনিন্দ্য পাল ▪ ড. উৎপল অধিকারী
অরিন্দম ঘোষ ▪ সৌম্যপ্রতীক মুখোপাধ্যায় ▪ রাজীবকুমার সাহা
সনৎ কুমার ব্যানার্জ্জী ▪ মলয় সরকার
অলংকরণ
প্রদীপ গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ অঙ্কিতা মণ্ডল ▪ সুজাতা চ্যাটার্জী ▪ রাখি পুরকায়স্থ ▪ সুকান্ত মণ্ডল ▪ পুণ্ডরীক গুপ্ত ▪ প্রবাহনীল দাস ▪ সপ্তর্ষি চ্যাটার্জী ▪ রাজন্যা ব্যানার্জী ▪ সমৃদ্ধি ব্যানার্জী ▪ ঐশিক মণ্ডল ▪ বিজয় বোস ▪ দীপক কুণ্ডু
ছোটোদের জন্যে লেখা আট খ্যাতনামা গল্পকারের প্রথম গল্পের সংকলন।
শেখর বসু, অভিজ্ঞান রায়চৌধুরী, জয়দীপ চক্রবর্তী, দেবজ্যোতি ভট্টাচার্য, যশোধরা রায়চৌধুরী, সৈকত মুখোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায় ও দ্বৈতা হাজরা গোস্বামী