ছড়া
15% OFF * FREE SHIPPING
ছড়া
সৌরভ চাকী
কাশফুলেরা তুলে মাথা
দিচ্ছে জানান ওই,
দুগ্গা আসার সময় হল
শিউলি তোরা কই?
শিউলি বলে, এই তো আছি
ঘাসের বুকে বেশ,
ভোরবেলাতে পড়ছি ঝরে
এনে পুজোর রেশ।
আকাশ থেকে হাঁক দিয়েছে
সাদা মেঘের দল,
আনতে মাকে কারা যাবি
আমার সাথে বল?
দিঘি থেকে পদ্ম শালুক
তুলল শুনে হাত,
আমরা যাব তোমার ভেলায়
একটু দিও সাথ।
সোনা রোদের ঝিকিমিকি,
সবাই খুশি আজ,
সাজছে সবাই—মা আসছেন
ফেলে হাজার কাজ।
এমন সময় ঢ্যাম কুড়াকুড়
উঠল বেজে ঢাক,
বলছে যেন মাকে ঘিরে
সবাই সুখে থাক।
প্রলয় সেন ▪ বুমা ব্যানার্জী দাস ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ শাশ্বত কর
শিবশঙ্কর ভট্টাচার্য ▪ দেবজ্যোতি ভট্টাচার্য ▪ রাখি পুরকায়স্থ ▪ রম্যাণী গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ তাপস মৌলিক ▪ অভিষেক ঘোষ ▪ প্রদীপ কুমার দাস ▪ সুস্মিতা কুণ্ডু ▪ সবিতা বিশ্বাস ▪ বিশ্বদীপ সেনশর্মা ▪ দীপক দাস ▪ অমিয় আদক ▪ কল্যাণ সেনগুপ্ত
বদ্রীনাথ পাল ▪ দীনেশ সরকার ▪ রূপসা ব্যানার্জী ▪ শঙ্খশুভ্র পাত্র ▪ সৌরভ চাকী ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শিবানী কুণ্ডু খাঁ ▪ সুব্রত দাস ▪ বসন্ত পরামানিক ▪ অর্ণব ভট্টাচার্য ▪ অমিত চট্টোপাধ্যায় ▪ সুজাতা চ্যাটার্জী ▪ তাপস বাগ ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ টুম্পা মিত্র সরকার
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ যূথিকা আচার্য ▪ মৃণাল বন্দ্যোপাধ্যায় ▪ কেয়া চ্যাটার্জী ▪ ইন্দ্রজিৎ ঘোষ ▪ সুদীপ ঘোষাল ▪ অনিন্দ্য পাল ▪ ড. উৎপল অধিকারী
অরিন্দম ঘোষ ▪ সৌম্যপ্রতীক মুখোপাধ্যায় ▪ রাজীবকুমার সাহা
সনৎ কুমার ব্যানার্জ্জী ▪ মলয় সরকার
অলংকরণ
প্রদীপ গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ অঙ্কিতা মণ্ডল ▪ সুজাতা চ্যাটার্জী ▪ রাখি পুরকায়স্থ ▪ সুকান্ত মণ্ডল ▪ পুণ্ডরীক গুপ্ত ▪ প্রবাহনীল দাস ▪ সপ্তর্ষি চ্যাটার্জী ▪ রাজন্যা ব্যানার্জী ▪ সমৃদ্ধি ব্যানার্জী ▪ ঐশিক মণ্ডল ▪ বিজয় বোস ▪ দীপক কুণ্ডু
বটুবাবু মজার মানুষ নন। তাঁকে ঘিরে যে-সমস্ত ঘটনাগুলো ঘটে যায় সেগুলোই মজার! আসলে তিনি নিতান্তই সরল, সাদাসিধে, অত্যন্ত ছাপোষা, মধ্যবিত্ত পরিবারের এক সংসারী মানুষ। অত্যন্ত দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ এই মানুষটি সমাজ-জীবনের নানা পদে পদে সকলের কাছে নানাভাবে শুধু ঠকেই যান। আর তা নিয়ে সংসারে তাঁর বিড়ম্বনার শেষ নেই। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, নিত্য কথা কাটাকাটি। চেনা-পরিচিত মহলে তিনি সকলের কাছে এক হাস্যাস্পদ ব্যক্তি হিসাবে প্রতিপন্ন।
তবে বটুবাবুর নানা সমস্যায় পুত্র, পুত্রবধূরা, এমনকি নাতি-নাতনিরাও নিজেদের সামিল করে নেন একাত্মভাবে। সেখানে বটুবাবু সর্বদা বিজয়ী।
বটুবাবুকে নিয়ে তাঁর দৈনন্দিন জীবনে সৃষ্ট নানান ব্যতিক্রমী মজার ঘটনা এখানে বিবৃত হলেও, বলা যায় এই গল্পগুলো সমস্ত অবাঞ্ছিত ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে মোকাবিলা করা এক লড়াকু মানুষের গল্প। ঠকতে ঠকতে হার না মানা সকলের হৃদয়জয়ী এক ভালোমানুষের গল্প।