ছড়া
15% OFF * FREE SHIPPING
ছড়া
দীনেশ সরকার
ভোর না হতেই গাছে গাছে পাখি
কিচির-মিচির করে,
ঘাসের ডগায় গঙ্গাফড়িং
হিম মেখে গান ধরে।
সকাল হতেই গাছে-গাছে ফুল
ফুটে থাকে আলো করে
পূর্ব গগনে আবির ছড়ানো
সোনামাখা রোদ ঝরে।
প্রজাপতি ওড়ে পাখা দুটি মেলে
পায়ে পায়ে রেণু মেখে,
ফুলে ফুলে বসে খায় মধু সুখে
উড়ে চলে এঁকে-বেঁকে।
পায়রার ঝাঁক উড়ে এসে বসে
সারাটা উঠোন জুড়ে,
খুঁটে খুঁটে খায়, বকম বকম
নাচ করে ঘুরে ঘুরে।
প্যাঁক-প্যাঁক-প্যাঁক হাঁসগুলো সব
নামছে পুকুর জলে,
ছানাগুলো সব মায়েরই পিছে
ছুটছে যে দলে দলে।
আমড়া গাছের মগডালে ওই
মাছরাঙা চুপ করে,
সুযোগ পেলেই ধরবে সে মাছ
নেমে এসে ঝুপ করে।
সবজির ঝুড়ি বাঁকে নিয়ে ছোটে
গাঁয়ের কৃষক যত,
বিস্ময় চোখে দেখে খুকুমণি
চারিদিকে ছবি কত!
সোম থেকে শনি শুধু পড়া পড়া
বিরাম দেয় না তারে,
এ সকল ছবি মনের খাতায়
আঁকে খুকু রবিবারে।
ছবি: রাখি পুরকায়স্থ
প্রলয় সেন ▪ বুমা ব্যানার্জী দাস ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ শাশ্বত কর
শিবশঙ্কর ভট্টাচার্য ▪ দেবজ্যোতি ভট্টাচার্য ▪ রাখি পুরকায়স্থ ▪ রম্যাণী গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ তাপস মৌলিক ▪ অভিষেক ঘোষ ▪ প্রদীপ কুমার দাস ▪ সুস্মিতা কুণ্ডু ▪ সবিতা বিশ্বাস ▪ বিশ্বদীপ সেনশর্মা ▪ দীপক দাস ▪ অমিয় আদক ▪ কল্যাণ সেনগুপ্ত
বদ্রীনাথ পাল ▪ দীনেশ সরকার ▪ রূপসা ব্যানার্জী ▪ শঙ্খশুভ্র পাত্র ▪ সৌরভ চাকী ▪ শক্তিপদ পণ্ডিত ▪ শিবানী কুণ্ডু খাঁ ▪ সুব্রত দাস ▪ বসন্ত পরামানিক ▪ অর্ণব ভট্টাচার্য ▪ অমিত চট্টোপাধ্যায় ▪ সুজাতা চ্যাটার্জী ▪ তাপস বাগ ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ টুম্পা মিত্র সরকার
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ যূথিকা আচার্য ▪ মৃণাল বন্দ্যোপাধ্যায় ▪ কেয়া চ্যাটার্জী ▪ ইন্দ্রজিৎ ঘোষ ▪ সুদীপ ঘোষাল ▪ অনিন্দ্য পাল ▪ ড. উৎপল অধিকারী
অরিন্দম ঘোষ ▪ সৌম্যপ্রতীক মুখোপাধ্যায় ▪ রাজীবকুমার সাহা
সনৎ কুমার ব্যানার্জ্জী ▪ মলয় সরকার
অলংকরণ
প্রদীপ গোস্বামী ▪ মৌসুমী রায় ▪ অঙ্কিতা মণ্ডল ▪ সুজাতা চ্যাটার্জী ▪ রাখি পুরকায়স্থ ▪ সুকান্ত মণ্ডল ▪ পুণ্ডরীক গুপ্ত ▪ প্রবাহনীল দাস ▪ সপ্তর্ষি চ্যাটার্জী ▪ রাজন্যা ব্যানার্জী ▪ সমৃদ্ধি ব্যানার্জী ▪ ঐশিক মণ্ডল ▪ বিজয় বোস ▪ দীপক কুণ্ডু
বছর বছর আমাজনের জঙ্গলে ভয়ংকর দাবানল, অস্ট্রেলিয়ান বুশ ফায়ার - এ কি শুধুই প্রকৃতির খেয়াল? নাকি সাধারণের অলক্ষ্যে বাস্তবায়িত হয় অসাধু কোনো পরিকল্পনা? ব্রাজিল বা অন্যান্য দেশের সরকার, ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো আন্তর্জাতিক সংগঠন কীভাবে জড়িয়ে আছে গ্লোবাল ওয়াইল্ডফায়ার ক্রাইসিসে? এই ধ্বংসলীলা রুখতে কিয়োটো প্রোটোকল বা প্যারিস অ্যাকর্ডের ভূমিকাই-বা কী? ক্লাইমেট চেঞ্জ নিয়ে চলতে থাকা বিশ্বব্যাপী বিতর্ক আর পরিবশ নিধনের মাঝে যখন দু-পক্ষে বিভক্ত হয়ে গেছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া, স্বেচ্ছাসেবী সংগঠন আর অ্যানার্কিস্টিরা, তাদের অবস্থানের আড়ালে নির্ধারিত হয় কোন সুদূরপ্রসারী পরিকল্পনা?