ছড়া
15% OFF * FREE SHIPPING
ছড়া
হরিৎ বন্দ্যোপাধ্যায়
আকাশে আজ তাকাই যখন
সাদা মেঘের ভেলা,
এবার তবে দু-মাস জুড়ে
করবে শরৎ খেলা।
যেই গেছি আজ নদীর ধারে
দেখি কাশের সারি,
হাওয়ার সাথে দুলছে মাথা
নেইকো তাদের আড়ি।
ফুলবাগানে মাটির ওপর
ছড়িয়ে শিউলি আজ,
রোদ-ছায়া রোদ-ছায়া তোমায়
ভুলিয়ে দেবে কাজ।
পুকুর জুড়ে টলটলে জল
শাপলা শালুক ফুটে,
সোনা রোদে আঁকব ছবি
আয় না সবাই ছুটে।
এই দেখি মেঘ, এই দেখি রোদ
করছে আসা যাওয়া,
আকাশ জুড়ে বাতাস জুড়ে
বইছে খুশির হাওয়া।
বটুবাবু মজার মানুষ নন। তাঁকে ঘিরে যে-সমস্ত ঘটনাগুলো ঘটে যায় সেগুলোই মজার! আসলে তিনি নিতান্তই সরল, সাদাসিধে, অত্যন্ত ছাপোষা, মধ্যবিত্ত পরিবারের এক সংসারী মানুষ। অত্যন্ত দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ এই মানুষটি সমাজ-জীবনের নানা পদে পদে সকলের কাছে নানাভাবে শুধু ঠকেই যান। আর তা নিয়ে সংসারে তাঁর বিড়ম্বনার শেষ নেই। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, নিত্য কথা কাটাকাটি। চেনা-পরিচিত মহলে তিনি সকলের কাছে এক হাস্যাস্পদ ব্যক্তি হিসাবে প্রতিপন্ন।
তবে বটুবাবুর নানা সমস্যায় পুত্র, পুত্রবধূরা, এমনকি নাতি-নাতনিরাও নিজেদের সামিল করে নেন একাত্মভাবে। সেখানে বটুবাবু সর্বদা বিজয়ী।
বটুবাবুকে নিয়ে তাঁর দৈনন্দিন জীবনে সৃষ্ট নানান ব্যতিক্রমী মজার ঘটনা এখানে বিবৃত হলেও, বলা যায় এই গল্পগুলো সমস্ত অবাঞ্ছিত ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে মোকাবিলা করা এক লড়াকু মানুষের গল্প। ঠকতে ঠকতে হার না মানা সকলের হৃদয়জয়ী এক ভালোমানুষের গল্প।
শিবশঙ্কর ভট্টাচার্য ▪️ অংশু পাণিগ্রাহী ▪️ রম্যাণী গোস্বামী ▪️ অরিন্দম দেবনাথ ▪️ সুব্রত দাস ▪️ বাণীব্রত গোস্বামী ▪️ এণাক্ষী কয়াল মণ্ডল ▪️ কিশোর ঘোষাল ▪️ মঞ্জুশ্রী ভাদুড়ি ▪️ সায়ন্তনী পলমল ঘোষ ▪️ সংঘমিত্রা রায়
হরিৎ বন্দ্যোপাধ্যায় ▪️ অমিত চট্টোপাধ্যায় ▪️ অর্ণব ভট্টাচার্য ▪️ বদ্রীনাথ পাল ▪️ স্বপনকুমার বিজলী ▪️ বসন্ত পরামাণিক ▪️ মলয় সরকার ▪️ মানস চক্রবর্তী ▪️ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪️ নীলেশ নন্দী ▪️ পারমিতা বন্দ্যোপাধ্যায় ▪️ রানা জামান ▪️ রূপসা ব্যানার্জী ▪️ সজল বন্দ্যোপাধ্যায় ▪️ শক্তিপদ পণ্ডিত ▪️ সৌমেন দাস ▪️ সুজাতা চ্যাটার্জী ▪️ সুমিত্রা পাল ▪️ তাপস বাগ ▪️ আলমগীর কবির ▪️ রমিত চট্টোপাধ্যায়
বুমা ব্যানার্জী দাস ▪️ মেঘনা নাথ ▪️ শাশ্বত কর ▪️ সুমন সেন ▪️ রণিত ভৌমিক
অরিন্দম ঘোষ ▪️ অরূপ বন্দ্যোপাধ্যায় ▪️ রাখি পুরকায়স্থ
কেয়া চ্যাটার্জী ▪️ দীপক দাস ▪️ ড. উৎপল অধিকারী ▪️ সুদীপ ঘোষাল
প্রচ্ছদ ও অলংকরণ
বিশ্বদীপ পাল ▪️ অঙ্কিতা নন্দী ▪️ সুজাতা চ্যাটার্জী ▪️ বুমা ব্যানার্জী দাস ▪️ পুণ্ডরীক গুপ্ত ▪️ স্রবন্তী চট্টোপাধ্যায় ▪️ প্রবাহনীল দাস ▪️ সায়ন্তনী পলমল ঘোষ ▪️ সুমন দাস ▪️ সপ্তর্ষি চ্যাটার্জী