ছড়া
15% OFF * FREE SHIPPING
ছড়া
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
তির তির তির বইছে কাঁসাই
যাচ্ছে ছুঁয়ে গ্রামটা,
চাঁদ উঠেছে পূর্ণিমাতে
ভুলছি গ্রামের নামটা।
কী আসে যায় নামে!
হঠাৎ একটা মোটর বাইক থামে।
হাতিহলকায় বন্ধু থাকে
অসুস্থ—জন্ডিস
দেখতে যাচ্ছে, ব্যাগে মুসম্বি,
কাজু ও কিশমিশ।
রাস্তা চেনা নয় তো কঠিন আজ,
মুঠো ফোনের জিপিএসে করে দারুণ কাজ।
তবুও বুঝি পথ ভুলেছে,
মেয়েটা খুব দস্যি!
থামিয়ে বাইক ঢালল গলায়
পাউচ প্যাকের লস্যি।
অবাক হল দেখে
পথের ধারে তার দুটো চোখ রেখে।
ভাঙা দেউল, শূন্য দেউল
এদিক ওদিক কত!
চাঁদের আলো ধুয়ে দিচ্ছে
বিগত সব ক্ষত।
হাওয়ার বাঁশির সাত রা
জোছনা দিয়ে লিখে দিল গ্রামটার নাম পাথরা।
ছবি - প্রবাহনীল দাস
শিবশঙ্কর ভট্টাচার্য ▪️ অংশু পাণিগ্রাহী ▪️ রম্যাণী গোস্বামী ▪️ অরিন্দম দেবনাথ ▪️ সুব্রত দাস ▪️ বাণীব্রত গোস্বামী ▪️ এণাক্ষী কয়াল মণ্ডল ▪️ কিশোর ঘোষাল ▪️ মঞ্জুশ্রী ভাদুড়ি ▪️ সায়ন্তনী পলমল ঘোষ ▪️ সংঘমিত্রা রায়
হরিৎ বন্দ্যোপাধ্যায় ▪️ অমিত চট্টোপাধ্যায় ▪️ অর্ণব ভট্টাচার্য ▪️ বদ্রীনাথ পাল ▪️ স্বপনকুমার বিজলী ▪️ বসন্ত পরামাণিক ▪️ মলয় সরকার ▪️ মানস চক্রবর্তী ▪️ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪️ নীলেশ নন্দী ▪️ পারমিতা বন্দ্যোপাধ্যায় ▪️ রানা জামান ▪️ রূপসা ব্যানার্জী ▪️ সজল বন্দ্যোপাধ্যায় ▪️ শক্তিপদ পণ্ডিত ▪️ সৌমেন দাস ▪️ সুজাতা চ্যাটার্জী ▪️ সুমিত্রা পাল ▪️ তাপস বাগ ▪️ আলমগীর কবির ▪️ রমিত চট্টোপাধ্যায়
বুমা ব্যানার্জী দাস ▪️ মেঘনা নাথ ▪️ শাশ্বত কর ▪️ সুমন সেন ▪️ রণিত ভৌমিক
অরিন্দম ঘোষ ▪️ অরূপ বন্দ্যোপাধ্যায় ▪️ রাখি পুরকায়স্থ
কেয়া চ্যাটার্জী ▪️ দীপক দাস ▪️ ড. উৎপল অধিকারী ▪️ সুদীপ ঘোষাল
প্রচ্ছদ ও অলংকরণ
বিশ্বদীপ পাল ▪️ অঙ্কিতা নন্দী ▪️ সুজাতা চ্যাটার্জী ▪️ বুমা ব্যানার্জী দাস ▪️ পুণ্ডরীক গুপ্ত ▪️ স্রবন্তী চট্টোপাধ্যায় ▪️ প্রবাহনীল দাস ▪️ সায়ন্তনী পলমল ঘোষ ▪️ সুমন দাস ▪️ সপ্তর্ষি চ্যাটার্জী