ছড়া
FREE SHIPPING IN INDIA
ছড়া
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
জানো রণো খুশি হয় সবথেকে কীসে?
আকাশেতে দেখে যদি মেঘ মিশমিশে।
মিশকালো মেঘ ছুঁয়ে উড়ে গেলে বক,
রণো আরও খুশি হয় মেঘের ফাটক
ভেঙে যদি নামে ধারা ঝমঝমাঝম
ভিজিয়ে কামিনী ফুল নরমসরম।
ছেলেটার চোখ ভরে খেলে খুশি ঢেউ,
ওর মা দেখেছে ঠিক, না দেখুক কেউ।
কামিনীর লুটোপুটি যেন খই সাদা,
হাসিমুখে ঢেকে দেয় বর্ষার কাদা।
চিলতে উঠোনে ভাসে রবিকবি-সুর,
ছেলে গায়, মা কুড়ায় ফুল ঝুরঝুর।
সেগুন আর বকুলের সাদা হাসি মেখে,
প্রকৃতির কাছে রণো সংগীত শেখে।
লেখিকার অন্যান্য লেখা
কিশোর ঘোষাল ▪ পুষ্পেন মণ্ডল ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ শাশ্বত কর
শিবশঙ্কর ভট্টাচার্য ▪ দেবজ্যোতি ভট্টাচার্য ▪ মৌসুমী রায় ▪ অদিতি ভট্টাচার্য ▪ অভিষেক ঘোষ ▪ সুস্মিতা কুণ্ডু ▪ সবিতা বিশ্বাস ▪ বুমা ব্যানার্জী দাস ▪ শংকর লাল সরকার ▪ বাণীব্রত গোস্বামী ▪ সহেলী রায় ▪ অমিয় আদক ▪ সিদ্ধার্থ দাশগুপ্ত ▪ সুতপা সোহহং
বদ্রীনাথ পাল ▪ শ্যামাচরণ কর্মকার ▪ দ্বৈতা হাজরা গোস্বামী ▪ স্বপন কুমার বিজলী ▪ সুব্রত দাস ▪ অর্ণব ভট্টাচার্য ▪ সুজাতা চ্যাটার্জী ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ মধুমিতা ভট্টাচার্য ▪ কণিকা দাস ▪ সৌমেন দাস ▪ নীলেশ নন্দী
রম্যাণী গোস্বামী ▪ দীপঙ্কর চৌধুরী ▪ বিশ্বদীপ সেনশর্মা ▪ রণিত ভৌমিক
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ অরিন্দম দেবনাথ ▪ গৌতম গঙ্গোপাধ্যায় ▪ কমলবিকাশ বন্দ্যোপাধ্যায় ▪ সুশান্ত কুমার রায় ▪ ড. উৎপল অধিকারী
অলংকরণ
মায়াসখা নন্দী ▪ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ▪ একপর্ণিকা ক্রিয়েটিভস
সদ্য ব্রিটিশ ঔপনিবেশিকতার শিকার হতে শুরু করা বাংলা ও উত্তর-ঔপনিবেশিক বাংলা। একই গ্রামজীবন, দুটি ভিন্ন যাপন। সোয়া শতাব্দীর ব্যবধানে দাঁড়ানো দুই বাঙালি গ্রামের আনন্দ, বেদনা, মৃত্যু ও জীবনের দুটি খণ্ড চিত্র। দেবজ্যোতি ভট্টাচার্যের দুটি মরমী কিশোর উপন্যাস।