ছড়া
FREE SHIPPING IN INDIA
ছড়া
শ্যামাচরণ কর্মকার
শরৎ এলে মন করে আনচান,
বাতাস শোনায় আগমনীর গান।
নীল আকাশে তুলো মেঘের ফাঁকে,
দু-চোখ রাখি দেখি দুগ্গা মাকে।
আকাশ কালো মেঘ সরিয়ে হাসে,
খুশির ছোঁয়া শিউলি-টগর-কাশে।
পদ্ম-শালুক ঘুম মুছে দেয় উঁকি,
আসছে পুজো অধীর খোকাখুকি।
ম্যারাপ বাঁধা চলছে এখান ওখান,
বসবে মেলা উঠছে সেজে দোকান।
কচিকাঁচার সইছে না তর আর,
কোথায় ঠাকুর? খোঁজ নেয় দুর্গার।
অঙ্কেতে ভুল কেবল কাটাকুটি,
বাবা-মায়ের চোখ এড়িয়ে ছুটি।
মা এলে কি পড়ায় থাকে মন?
দুগ্গা ডাকে, ভুলি ঘরের কোণ।
ড্যাং-কুড়াকুড় বোল উঠেছে ঢাকে,
মণ্ডপে তাই মনটা পড়ে থাকে।
দুগ্গা এল, চারদিকে রইরই,
মা গো, আমার নতুন জামা কই?
সবার কি আর নতুন জামা হয়?
দুঃখী মেয়ের কান্নাই সঞ্চয়।
বাবার অসুখ আগে ওষুধ চাই,
হয়নি খুকুর পুজোর জামা তাই।
দুগ্গা এল পথে লোকের ঢল,
খুকু কাঁদে তার দু-চোখে জল।
হাসিখুশির লেশ নেই তার মুখে,
দুর্গা মা গো, সুখ আঁকো তার বুকে।
দুর্গা এলে দুঃখ কারও মানায়?
নেই হাসি মা খুকুর যে মুখখানায়!
অভাব মোছাও, মোছাও দুঃখ-ক্লেশ
বসুন্ধরা হোক মা খুশির দেশ।
দুর্গা মা গো দুর্গতি হোক দূর,
সবার বুকে বাজুক খুশির সুর।
গরিব কেন থাকবে ম্রিয়মাণ?
পুজোর ছোঁয়ায় দুঃখরা হোক ম্লান।
লেখকের অন্যান্য লেখা
কিশোর ঘোষাল ▪ পুষ্পেন মণ্ডল ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ শাশ্বত কর
শিবশঙ্কর ভট্টাচার্য ▪ দেবজ্যোতি ভট্টাচার্য ▪ মৌসুমী রায় ▪ অদিতি ভট্টাচার্য ▪ অভিষেক ঘোষ ▪ সুস্মিতা কুণ্ডু ▪ সবিতা বিশ্বাস ▪ বুমা ব্যানার্জী দাস ▪ শংকর লাল সরকার ▪ বাণীব্রত গোস্বামী ▪ সহেলী রায় ▪ অমিয় আদক ▪ সিদ্ধার্থ দাশগুপ্ত ▪ সুতপা সোহহং
বদ্রীনাথ পাল ▪ শ্যামাচরণ কর্মকার ▪ দ্বৈতা হাজরা গোস্বামী ▪ স্বপন কুমার বিজলী ▪ সুব্রত দাস ▪ অর্ণব ভট্টাচার্য ▪ সুজাতা চ্যাটার্জী ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ মধুমিতা ভট্টাচার্য ▪ কণিকা দাস ▪ সৌমেন দাস ▪ নীলেশ নন্দী
রম্যাণী গোস্বামী ▪ দীপঙ্কর চৌধুরী ▪ বিশ্বদীপ সেনশর্মা ▪ রণিত ভৌমিক
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ অরিন্দম দেবনাথ ▪ গৌতম গঙ্গোপাধ্যায় ▪ কমলবিকাশ বন্দ্যোপাধ্যায় ▪ সুশান্ত কুমার রায় ▪ ড. উৎপল অধিকারী
অলংকরণ
মায়াসখা নন্দী ▪ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ▪ একপর্ণিকা ক্রিয়েটিভস
দু-হাজার তিনশো বছর আগে পাটলিপুত্র থেকে তক্ষশিলা পর্যন্ত বাণিজ্যদলের সংঘাতবহুল রোমাঞ্চকর যাত্রাপথ শেষে এক তরুণ পৌঁছল তক্ষশিলায়। সেই নগরীর রাজনৈতিক পরিস্থিতি তখন উত্তাল। একদিকে গ্রিক বীর আলেকজান্ডার, অন্যদিকে আচার্য কৌটিল্যের অখণ্ড ভারতের স্বপ্নে মশগুল একদল যোদ্ধা। অসংখ্য চরিত্রের ঘনঘটা, ষড়যন্ত্র, কাপুরুষতা আর রাজনৈতিক সংকটের মধ্যে কিছু মানুষের আত্মমর্যাদা আর স্বাধীনতা রক্ষার সাহসী সংগ্রামের আখ্যান এই উপন্যাস।