ছড়া
FREE SHIPPING IN INDIA
ছড়া
কণিকা দাস
রাতদুপুরে গাছের মাথায়
মামদো ভূতের ঘরে,
সবাই মিলে কলবলিয়ে
উঠল নাকি সুরে।
বসছে সভা গাছের ডালে
উপায় খোঁজার জন্য,
পোড়ো বাড়ি একটাও নেই
ঠিকানা চাই অন্য।
রাস্তা বড়ো করতে গিয়ে
গাছ কেটেছে কত,
গাছের ওপর থাকত ওরা
ভূতের জাতি যত।
ভূতের বাড়ি যাচ্ছে কমে
উন্নয়নের ফলে,
দিনের বেলায় সূর্য থাকে
রাতে বাতি জ্বলে।
অন্ধকারে ঝোপের পাশে
কিংবা বড়ো গাছে,
কিংবা কোনও পোড়ো বাড়ি
ভূতেরা নেয় বেছে।
সেসব যদি নাই-বা থাকে
থাকবে কোথায় তারা?
দিনে দিনে বাড়ছে বাড়ি
ভূতেরা ঘরহারা।
আন্দোলন তাই করতে হবে
অধিকারের জন্য,
ন্যায্য দাবি আদায়ের আর
রাস্তা তো নেই অন্য।
বুড়ো ভূতের কথা শুনে
সবাই সমস্বরে,
লড়তে হবে, লড়তে হবে
আওয়াজ তোলে জোরে।
লেখিকার অন্যান্য লেখা
কিশোর ঘোষাল ▪ পুষ্পেন মণ্ডল ▪ রঞ্জন দাশগুপ্ত ▪ শাশ্বত কর
শিবশঙ্কর ভট্টাচার্য ▪ দেবজ্যোতি ভট্টাচার্য ▪ মৌসুমী রায় ▪ অদিতি ভট্টাচার্য ▪ অভিষেক ঘোষ ▪ সুস্মিতা কুণ্ডু ▪ সবিতা বিশ্বাস ▪ বুমা ব্যানার্জী দাস ▪ শংকর লাল সরকার ▪ বাণীব্রত গোস্বামী ▪ সহেলী রায় ▪ অমিয় আদক ▪ সিদ্ধার্থ দাশগুপ্ত ▪ সুতপা সোহহং
বদ্রীনাথ পাল ▪ শ্যামাচরণ কর্মকার ▪ দ্বৈতা হাজরা গোস্বামী ▪ স্বপন কুমার বিজলী ▪ সুব্রত দাস ▪ অর্ণব ভট্টাচার্য ▪ সুজাতা চ্যাটার্জী ▪ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪ মধুমিতা ভট্টাচার্য ▪ কণিকা দাস ▪ সৌমেন দাস ▪ নীলেশ নন্দী
রম্যাণী গোস্বামী ▪ দীপঙ্কর চৌধুরী ▪ বিশ্বদীপ সেনশর্মা ▪ রণিত ভৌমিক
অরূপ বন্দ্যোপাধ্যায় ▪ অরিন্দম দেবনাথ ▪ গৌতম গঙ্গোপাধ্যায় ▪ কমলবিকাশ বন্দ্যোপাধ্যায় ▪ সুশান্ত কুমার রায় ▪ ড. উৎপল অধিকারী
অলংকরণ
মায়াসখা নন্দী ▪ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ▪ একপর্ণিকা ক্রিয়েটিভস
দু-হাজার তিনশো বছর আগে পাটলিপুত্র থেকে তক্ষশিলা পর্যন্ত বাণিজ্যদলের সংঘাতবহুল রোমাঞ্চকর যাত্রাপথ শেষে এক তরুণ পৌঁছল তক্ষশিলায়। সেই নগরীর রাজনৈতিক পরিস্থিতি তখন উত্তাল। একদিকে গ্রিক বীর আলেকজান্ডার, অন্যদিকে আচার্য কৌটিল্যের অখণ্ড ভারতের স্বপ্নে মশগুল একদল যোদ্ধা। অসংখ্য চরিত্রের ঘনঘটা, ষড়যন্ত্র, কাপুরুষতা আর রাজনৈতিক সংকটের মধ্যে কিছু মানুষের আত্মমর্যাদা আর স্বাধীনতা রক্ষার সাহসী সংগ্রামের আখ্যান এই উপন্যাস।