ছড়া
15% OFF * FREE SHIPPING
ছড়া
বসন্ত পরামাণিক
এই তো সেদিন রাতে আমবনে দেখি,
রোগা ভূত গাছে বসে পা দোলায়—এ কি!
গোটা ছয় মামদোর ছানা নীচে বসে,
অঙ্কের খাতা খুলে দেখাচ্ছে কষে।
আমাকে দেখেই ভূত লাফ দিয়ে নেমে
এল যেই, ভয়ে আমি উঠছি তো ঘেমে!
ভূত বলে, ‘খোকাবাবু পেও না গো ভয়,
বলো দেখি নদী কেন উত্তাল হয়?
বৃষ্টি কী করে পড়ে? মেঘ কেন ভাসে?
আমের মুকুল গাছে কোন মাসে আসে?’
ভয়ে কাঁপি, প্রশ্নের ঝড় ওঠে দেখি
ভূতটা কি শিক্ষিত? পড়া ধরে এ কি!
ভূত বলে, ‘মাস্টারি করি বারোমাস,
আশি সালে করেছি গো ম্যাট্রিক পাশ।
সেই থেকে ভূতেদেরই নাইট স্কুলে এসে,
বিনা ফিজে মাস্টারি করি ভালোবেসে।’
অমনি হঠাৎ ঘুম ভেঙে গেল যেই,
দেখি আমি বিছানাতে, পাশে কেউ নেই।
স্বপ্নটা দেখে মনে জমে গেছে ভয়,
ভোরের স্বপ্ন নাকি সত্যিও হয়!
ছবি - স্রবন্তী চট্টোপাধ্যায়
শিবশঙ্কর ভট্টাচার্য ▪️ অংশু পাণিগ্রাহী ▪️ রম্যাণী গোস্বামী ▪️ অরিন্দম দেবনাথ ▪️ সুব্রত দাস ▪️ বাণীব্রত গোস্বামী ▪️ এণাক্ষী কয়াল মণ্ডল ▪️ কিশোর ঘোষাল ▪️ মঞ্জুশ্রী ভাদুড়ি ▪️ সায়ন্তনী পলমল ঘোষ ▪️ সংঘমিত্রা রায়
হরিৎ বন্দ্যোপাধ্যায় ▪️ অমিত চট্টোপাধ্যায় ▪️ অর্ণব ভট্টাচার্য ▪️ বদ্রীনাথ পাল ▪️ স্বপনকুমার বিজলী ▪️ বসন্ত পরামাণিক ▪️ মলয় সরকার ▪️ মানস চক্রবর্তী ▪️ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪️ নীলেশ নন্দী ▪️ পারমিতা বন্দ্যোপাধ্যায় ▪️ রানা জামান ▪️ রূপসা ব্যানার্জী ▪️ সজল বন্দ্যোপাধ্যায় ▪️ শক্তিপদ পণ্ডিত ▪️ সৌমেন দাস ▪️ সুজাতা চ্যাটার্জী ▪️ সুমিত্রা পাল ▪️ তাপস বাগ ▪️ আলমগীর কবির ▪️ রমিত চট্টোপাধ্যায়
বুমা ব্যানার্জী দাস ▪️ মেঘনা নাথ ▪️ শাশ্বত কর ▪️ সুমন সেন ▪️ রণিত ভৌমিক
অরিন্দম ঘোষ ▪️ অরূপ বন্দ্যোপাধ্যায় ▪️ রাখি পুরকায়স্থ
কেয়া চ্যাটার্জী ▪️ দীপক দাস ▪️ ড. উৎপল অধিকারী ▪️ সুদীপ ঘোষাল
প্রচ্ছদ ও অলংকরণ
বিশ্বদীপ পাল ▪️ অঙ্কিতা নন্দী ▪️ সুজাতা চ্যাটার্জী ▪️ বুমা ব্যানার্জী দাস ▪️ পুণ্ডরীক গুপ্ত ▪️ স্রবন্তী চট্টোপাধ্যায় ▪️ প্রবাহনীল দাস ▪️ সায়ন্তনী পলমল ঘোষ ▪️ সুমন দাস ▪️ সপ্তর্ষি চ্যাটার্জী