ছড়া
15% OFF * FREE SHIPPING
ছড়া
মানস চক্রবর্তী
হাতির যদি থাকত ডানা দারুণ হত মজা,
দেখলে তুমি উঠবে হেসে সিংহ খেলে গজা।
রক্তচোষা ছেড়ে যদি মশা খেত পানি,
চাপড়-থাপড় মারত না কেউ, এটা সবাই জানি।
কাঁচাগোল্লার থোকা যদি ঝুলতো গাছের ডালে,
কচিকাঁচা উঠত নেচে খুশির তালে তালে।
জানি খুবই ভালো হত এমন রাজ্য পেলে,
এমন মজার রাজ্য শুধু কল্পনাতেই মেলে।
উৎসব এসে গেছে খুশি খুশি গন্ধ,
খুলে দাও জানালাটা, রেখো নাকো বন্ধ।
শিউলির গন্ধে ধেয়ে আসে ভোমরা,
বিল্টুর মুখখানা কেন তবে গোমড়া!
ওর মুখে কামড়েছে হলদেটে বোলতায়,
দেখবি ঠাকুর যদি চল তবে ফলতায়।
ভুলে গিয়ে যন্ত্রণা বিল্টুটা হাসছে,
উৎসব আমেজেতে সারাদেশ ভাসছে।
শিবশঙ্কর ভট্টাচার্য ▪️ অংশু পাণিগ্রাহী ▪️ রম্যাণী গোস্বামী ▪️ অরিন্দম দেবনাথ ▪️ সুব্রত দাস ▪️ বাণীব্রত গোস্বামী ▪️ এণাক্ষী কয়াল মণ্ডল ▪️ কিশোর ঘোষাল ▪️ মঞ্জুশ্রী ভাদুড়ি ▪️ সায়ন্তনী পলমল ঘোষ ▪️ সংঘমিত্রা রায়
হরিৎ বন্দ্যোপাধ্যায় ▪️ অমিত চট্টোপাধ্যায় ▪️ অর্ণব ভট্টাচার্য ▪️ বদ্রীনাথ পাল ▪️ স্বপনকুমার বিজলী ▪️ বসন্ত পরামাণিক ▪️ মলয় সরকার ▪️ মানস চক্রবর্তী ▪️ মৌসুমী চট্টোপাধ্যায় দাস ▪️ নীলেশ নন্দী ▪️ পারমিতা বন্দ্যোপাধ্যায় ▪️ রানা জামান ▪️ রূপসা ব্যানার্জী ▪️ সজল বন্দ্যোপাধ্যায় ▪️ শক্তিপদ পণ্ডিত ▪️ সৌমেন দাস ▪️ সুজাতা চ্যাটার্জী ▪️ সুমিত্রা পাল ▪️ তাপস বাগ ▪️ আলমগীর কবির ▪️ রমিত চট্টোপাধ্যায়
বুমা ব্যানার্জী দাস ▪️ মেঘনা নাথ ▪️ শাশ্বত কর ▪️ সুমন সেন ▪️ রণিত ভৌমিক
অরিন্দম ঘোষ ▪️ অরূপ বন্দ্যোপাধ্যায় ▪️ রাখি পুরকায়স্থ
কেয়া চ্যাটার্জী ▪️ দীপক দাস ▪️ ড. উৎপল অধিকারী ▪️ সুদীপ ঘোষাল
প্রচ্ছদ ও অলংকরণ
বিশ্বদীপ পাল ▪️ অঙ্কিতা নন্দী ▪️ সুজাতা চ্যাটার্জী ▪️ বুমা ব্যানার্জী দাস ▪️ পুণ্ডরীক গুপ্ত ▪️ স্রবন্তী চট্টোপাধ্যায় ▪️ প্রবাহনীল দাস ▪️ সায়ন্তনী পলমল ঘোষ ▪️ সুমন দাস ▪️ সপ্তর্ষি চ্যাটার্জী