15% OFF * FREE SHIPPING
গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, রম্যরচনা, অনুবাদ, আলোচনা, কমিকস, প্রবন্ধ শিশুকিশোর উপযোগী যে-কোনো ধরনের লেখা বা কাজই পাঠানো যাবে।
লেখাটি মৌলিক ও অপ্রকাশিত হতে হবে। অনুবাদের ক্ষেত্রে মূল গল্প, লেখক ও প্রকাশকালের উল্লেখ করবেন।
শব্দসংখ্যা অসীমিত।
লেখার দায়ভার সম্পূর্ণভাবে লেখকের।
প্রবন্ধ, আলোচনা বা আলোকপাত এই ধরনের লেখার ক্ষেত্রে সূত্র উল্লেখ করে দেওয়া বাঞ্ছনীয়।
লেখাটি বাংলা ইউনিকোডে টাইপ করে ওয়ার্ড ডক ফরম্যাটে পাঠাবেন।
অনুগ্রহ করে ডকে কোনোরকম ডিজাইন করবেন না, সেসব প্রয়োজনমতো সংশ্লিষ্ট ডেস্ক করে নেবে। হেডার-ফুটারও খালি থাকলেই আমাদের সুবিধে।
ডকের মাথায় লেখা ও লেখকের নাম উল্লেখ করার অনুরোধ রইল।
কপিরাইট লঙ্ঘন করে লেখা পাঠাবেন না।
লেখা মনোনীত হলেই একমাত্র অবগত করানো হয়।
উদ্যোগটি সম্পূর্ণ অবাণিজ্যিক বিধায় লেখক-শিল্পীদের কোনোরকম আর্থিক সম্মাননা প্রদান করা সম্ভব হয় না।
লেখা পাঠাবেন mail.ekparnika@gmail.com - এই মেইল আইডিতে।
নিজের নাম সম্বলিত মেইল আইডি থেকেই লেখা পাঠাবেন। অন্যথায় আপনার নাম ধরে লেখাটা বের করবার সময় না খুঁজে পেলে বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।
ধন্যবাদ